ময়মনসিংহে অভিযান চালিয়ে দুই বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নগরের চায়না মোড় এবং শম্ভূগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
তিনি বলেন, ‘ওই দুই বাজারে অভিযান চালিয়ে বন্ধু বেকারি এবং রাজীব বেকারি নামের ২টি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত এ অভিযান চলবে।’