১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের আন্দোলন কর্মসূচী ঘোষণা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-10 00:17:41

বকেয়া মজুরি প্রদান, জাতীয় মজুরি কমিশন ও উৎপাদনশীলতা কমিশন রোয়েদাদ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সাতদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে গেট সভা করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সড়কে ভুখা মিছিল ও বিক্ষোভ, ধর্মঘট এবং আমরণ অনশন। এসকল কর্মসূচি সোমবার (২৫ নভেম্বর) থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সভায় বক্তৃতা দেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মো. মুরাদ হোসেন, প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন, সংগঠনের নেতা হুমায়ুন কবির খান, দীন মোহাম্মদ, শেখ মো. ইব্রাহিম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর