বাঘায় পতাকা বৈঠকে তিন জেলেকে ফেরত দিল বিএসএফ

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-29 15:01:20

রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইপুর ক্যাম্পের বিজিবি ও মুর্শিদাবাদের দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আটকের পর দেশে ফেরা জেলেরা হলেন- বাঘার মীরগঞ্জের বাবু ব্যাপারী (৩০), চারঘাটের এনামুল হক (৪৫), একই উপজেলার হাসিবুল ওরফে ডাবু (২০)। সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে সীমান্তের আঁতারপাড়া এলাকার পদ্মা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি তিন জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। তাদের বিরুদ্ধে সীমানা অতিক্রম করার অভিযোগ করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে ভারতের দয়ারামপুর ক্যাম্পের কমান্ডারকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে বিএসএফ বিকেল পতাকা বৈঠকে রাজি হয়। বৈঠকে আলোচনার পর তাদেরকে হস্তান্তর করে।

এদিকে, গত ২৩ নভেম্বর ভারতীয় সীমানায় অনুপ্রবেশের অভিযোগে বাঘা এলাকা থেকে আরও দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। তাদের বিরুদ্ধে জলংগি থানায় মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পরপরই বিজিবি পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএসএফ। ফলে ওই দুই বাংলাদেশি কৃষক ভারতের কারাগারে বন্দি রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর