ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
তবে সকাল থেকেই প্রার্থীদের সরব উপস্থিতি থাকলেও প্রথমে ভোটারের চাপ চোখে পড়েনি।
এবারের নির্বাচনে সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।