মুক্তিযোদ্ধাদের বন্ধ ভাতা চালুসহ ৭ দফা দাবিতে সমাবেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪কম, ঢাকা | 2023-08-31 00:58:32

মুক্তিযোদ্ধাদের বন্ধ ভাতা চালুসহ ৭ দফা দাবি জানিয়ে সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে 'বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ' এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ১১ বছর যাবত ক্ষমতায় আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের সমস্যার সমাধান ও ভাগ্যের পরিবর্তন এখনো হয় নাই। এতদিন ক্ষমতায় থাকার পরও মুক্তিযোদ্ধা মন্ত্রী, সঠিক মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করতে পারে নাই। যাচাই-বাছাইয়ে যারা না মঞ্জুরকৃত হয়েছিল তাদের আপিল করার সুযোগ দিয়েছিল এবং আপিল শেষ না হওয়া পর্যন্ত তাদের ভাতা বন্ধ করা যাবেনা বলে মন্ত্রণালয়ের নির্দেশ ছিল। কিন্তু পরে মন্ত্রণালয় ভাতা বন্ধ করে দেয়। তাই আমাদের দাবি অতি শীঘ্রই আমাদের বন্ধ ভাতা চালু করাসহ ৭টি দাবি মেনে নেওয়া হোক।

তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক। আপনি আমাদের অনেক দাবি মেনে নিয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।'

৭ দফা দাবিগুলো হলো,

১. মুক্তিযোদ্ধাদের বন্ধ ভাতা চালু করতে হবে।
২. যে সকল মুক্তিযোদ্ধাদের মুক্তিবার্তা, গেজেট, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা ও প্রধানমন্ত্রীর সনদ আছে তাদের কোন যাচাই-বাছাইয়ের প্রয়োজন নাই।
৩. সকল মুক্তিযোদ্ধাদের ২০১৯ মহান বিজয় দিবসে পাঁচ হাজার টাকা সম্মানী ভাতা দিতে হবে।
৪. যেখানে পূর্ণাঙ্গ মন্ত্রণালয় ও একজন মন্ত্রী আছে সেখানে জামুকার কোনো প্রয়োজন নেই।
৫. মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থানের জন্য ২০ লক্ষ টাকা বিনা সুদে ব্যাংক ঋণ দিতে হবে এবং মাসিক ভাতা ২০ হাজার টাকা করতে হবে।
৬. মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ করতে হবে।
৭. অনলাইনে যাচাই-বাছাইকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট ও জাতীয় তালিকা প্রকাশ করে ভাতা মঞ্জুর করতে হবে। সেটা ১৬ ডিসেম্বরের ২০১৯ বিজয় দিবসের আগে বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত, যাচাই-বাছাই পর্বে থাকা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর