বরিশালে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-25 04:31:05

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সাবেক আলম মেম্বার বাড়ির কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মরিয়মের ছেলে সুলতান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রোববার (৮ ডিসেম্বর) এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুয়েল নামে অপর একজনকে আটক করেছে পুলিশ। এর আগে ঘটনার দিন শনিবার মো. জাকির (৩৫) নামে এক গ্রাম্য কবিরাজকে আটক করে পুলিশ।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পাল বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় কোনো নামধারী আসামি নেই। অজ্ঞাতদের আসামি করা হলেও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তবে, ইতোমধ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে জাকির হোসেন ও তার সহযোগী জুয়েলকে আটক এবং কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য শনিবার (৭ ডিসেম্বর) সকালে কুয়েত প্রবাসী আব্দুর রবের মা মরিয়ম বেগম (৭০), খালাতো ভাই ইউসুফ (ভ্যানচালক, ২২) ও মেজ বোন মমতাজের জামাই মো. শফিকুল আলম (অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, ৬০) সহ তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: তিনজনকে পরিকল্পিতভাবে হত্যা বলে ধারণা পুলিশের

বরিশালে ৩ জনের মরদেহ উদ্ধার

বরিশালে তিনজনকে হত্যার ঘটনায় আটক ১

এ সম্পর্কিত আরও খবর