সিলেটে ই-ট্রাফিকিং কার্যক্রমের উদ্বোধন

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সিলেট | 2023-08-31 16:43:52

সিলেটে যাত্রা শুরু করছে ই-ট্রাফিকিং সিস্টেম। এর মাধ্যমে সিলেট বিভাগের চার জেলায় যানবাহনের মালিক ও চালকরা ইউক্যাশের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন জরিমানার টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় নগরের রিকাবিবাজারস্থ পুলিশ লাইন্স এ ই-ট্রাফিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গ্রামীনফোন, ইউসিবিএল ও সিলেট রেঞ্জ এর চার জেলার পুলিশ সুপারের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার।

এ সময় বক্তারা বলেন, ই-ট্রাফিকিং সিস্টেম চালু হওয়ায় এখন জরিমানার টাকা পরিশোধের জন্য কাউকে ট্রাফিক অফিসে এসে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসে বা যে কোন ইউক্যাশ সেন্টার থেকে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।

 

এ সম্পর্কিত আরও খবর