খুলনার পাইকগাছায় ২২ কোটি টাকা মূল্যমানের কষ্টিপাথর উদ্ধার করেছে র্যাব-৬। এ ঘটনায় ২ জনকে আটক করেছে র্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে আটককৃতদের পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে পাইকগাছা উপজেলার মালথা গ্রাম থেকে র্যাব-৬ সদস্যরা স্থানীয় মৃত নওশের আলী মোড়লের ছেলে জামাল মোড়লের বসত বাড়ি থেকে প্রায় ২২ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। এ সময় জামাল মোড়লকে আটক করে র্যাব। জামাল মোড়লের স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার মৃত কাছের আলীর ছেলে মিজানুর রহমান (৪৭) কে আটক করা হয়।
র্যাব-৬ এর সদস্য দেবাশীষ নন্দী বার্তা২৪.কম-কে বলেন, পাইকগাছার মালথা গ্রামে ক্রেতা সেজে একটি কষ্টিপাথর উদ্ধারসহ দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বুধবার রাতে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।