প্রায় ৩৮ কেজি ওজনের একটি পঙ্খিরাজ মাছ চট্টগ্রাম থেকে সিলেটে বিক্রির জন্য এনে বিপাকে পড়েছেন এক মাছ ব্যবসায়ী।
রোববার (৫ জানুয়ারি) ভোরে বাচ্চু মিয়া নামে ওই মাছ ব্যবসায়ী চট্টগ্রাম থেকে একটি পঙ্খিরাজ মাছ বিক্রির জন্য সিলেট নগরের লালবাজারে নিয়ে আসেন। তবে রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মাছটি বিক্রি করতে পারেননি তিনি।
জানা গেছে, গত বছর জানুয়ারিতে লালবাজারে মাছের মেলায় পঙ্খিরাজ কিনতে ক্রেতাদের ভিড় দেখা যায়। সে সময় প্রায় ১৫ কেজি ওজনের একটি পঙ্খিরাজ মাছ ১৫শ টাকা কেজিতে বিক্রি হয়। তবে আজ রোববার চট্টগ্রাম থেকে ৩৮ কেজি ওজনের পঙ্খিরাজ মাছ সিলেটে নিয়ে আসলেও দাম পাচ্ছেন না ব্যবসায়ী বাচ্চু মিয়া। মাছটি বিক্রির জন্য ৫০ হাজার টাকা দাম চেয়েছেন তিনি। তবে ২০ হাজার টাকার বেশি দাম উঠছে না।
লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু বার্তা২৪.কমকে জানান, বিরল প্রজাতির একটি পঙ্খিরাজ মাছ লালবাজারে এসেছে। মাছটি এখনো বিক্রি হয়নি।