সারওয়ার আলীকে হত্যার চেষ্টা, আরো এক আসামি গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 17:40:30

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যা চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এক আসামিকে গ্রেফতার করেছে পিবিআই।

সোমবার (১৩ জানুয়ারি) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই এর বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

এর আগে ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ঘটনার রহস্যভেদ করা যায়নি।

ইতোমধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সারওয়ার আলীর সাবেক গাড়িচালক আসামি নাজমুলের নাম বলে দিয়েছে।

গ্রেফতার এই আসামি নাজমুল কি না সে বিষয়ে নিশ্চিত করেনি পিবিআই। পিবিআই বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলীকে ধারাল অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বাসার লোকজন ও প্রতিবেশীদের তৎপরতায় তিনি প্রাণে বেঁচে যান। ওই ঘটনায় পুলিশ তার গাড়িচালক হাফিজ ও দারোয়ান হাসানকে গ্রেফতার করে।

এ সম্পর্কিত আরও খবর