আরপিএমপিতে চালু হলো পুলিশ লাইব্রেরি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 09:57:58

পুলিশ সদস্যদের পরীক্ষার পড়াশোনা, আইন ও বিচারসহ বিভিন্ন বিষয় চর্চার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) চালু হয়েছে পুলিশ লাইব্রেরি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরপিএমপি কমিশনার বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী লাইব্রেরি চালু করা হলো। এই লাইব্রেরি পুলিশ সদস্যদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে। দক্ষ, জ্ঞানী ও জনবান্ধব পুলিশ হতে হবে। বই যত পড়বেন তত জানবেন।

এসময় জনগণের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে সমাজে আইন শৃঙ্খলার উন্নতি সাধনে পুলিশ সদস্যদেরকে আরও দায়িত্বশীল হবার আহ্বান কমিশনার আবদুল আলীম মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন- আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা পারভীন প্রমুখ।

মেট্রো পুলিশ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

এর আগে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত এ্যাজমা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় তিনি এ্যাজমা থেকে বাঁচার জন্য নিয়মিত স্বাস্থসম্মত জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার উপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি পুলিশের মাসিক কল্যাণ সভা ও মেট্রো পুলিশ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর