জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর এপিএস ড. মোহাম্মদ আরিফুর রহমান শেখকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের উপ পরিচালক শামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২০ জানুয়ারি সংস্থাটির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আরিফুর রহমান শেখকে তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন এবং তদন্ত কাজে দুদককে সহযোগিতার আহ্বান করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট এবং বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে নানা যন্ত্রপাতি ক্রয়ের সময় অনিয়ম করে বিপুল অর্থ–বিত্তের মালিক হয়েছেন ডা.মোহাম্মদ আরিফুর রহমান শেখ।