ভাষা শহীদদের কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 13:08:43

আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। ১৯৫২ সালের এই আগুন ঝরা দিনে শুধুমাত্র নিজের ভাষায় কথা বলার অধিকার সমুন্নত রাখতে রাজপথে নামতে হয়েছিল পূর্ব বাংলার সকল স্তরের মানুষদের। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে এই দিনে রাজপথে প্রাণ দিতে হয় সালাম, রফিক, বরকত ও জব্বারদের মতো ভাষা শহীদ ও সংগ্রামীদের।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ভোর থেকেই নিউ মার্কেট দক্ষিণ প্লাজার এক নাম্বার গেটে জমায়েত হতে থাকে সর্বস্তরের মানুষ। কালো ব্যাচ ধারণ করে সকলের গন্তব্য আজিমপুর কবরস্থান।

 ভাষা শহীদ বরকতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

সকাল সাতটা থেকে আজিমপুর কবরস্থানে আনুষ্ঠানিক ভাবে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সবাই রওনা হয় শহীদ মিনারের উদ্দেশ্যে।

এসময় ভাষা শহীদ ও সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সবাই শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সম্পর্কিত আরও খবর