বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও চোরাই মালামালসহ মো. সোহান নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।
গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর শহীদবাগ কালাপানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যমতে নিজ শয়ন কক্ষ হতে বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল সম্পর্কে ডিসি গুলশান বলেন, গ্রেফতার হওয়া সোহানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি ৭.৬২ বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১ (এক) রাউন্ড পিস্তলের গুলি, ৩০০ গ্রাম গাঁজা, নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিসি গুলশান প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানান, সোহানের চুরির কৌশল ছিল অভিনব। সোহান বিভিন্ন চ্যানেলে নিয়মিত ক্রাইম-পেট্রোল দেখার মাধ্যমে চুরির কাজে লিপ্ত হয়। সময় হিসেবে দিনের বেলাকে সে বেছে নিত। প্রথমে তার সহযোগী আসামিদের নিয়ে চুরি করলেও পরবর্তী সময়ে সে একাই চুরি করে।
যে সকল বাসায় লাইট এবং ফ্যান বন্ধ থাকে এবং যে বাসায় সিকিউরিটি গার্ড থাকে না সে সকল বাসায় চুরি করার জন্য টার্গেট করে।