সরকারের চেয়ে কেউ প্রভাবশালী নয়  

ঢাকা, জাতীয়

  স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম  | 2023-08-22 06:33:49

নদী ভাঙন রোধ, নদী দখল, অবৈধ বালু তোলা বন্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অবৈধ দখলদাররা যতই ক্ষমতাবান হোক তাকে ছাড় দেওয়া হবে না। সরকারের চেয়ে কেউ প্রভাবশালী নয় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান (২৬ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন শেষে এ কথা বলেন।

তিনি বলেন, জেলা প্রশাসকদের নদী দখলের বিরুদ্ধে নির্ভয়ে কাজ করা নির্দেশনা দিয়েছি।

অন্যদিকে জেলা প্রশাসকের আর একটি অধিবেশন শেষে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ৫৭ ধারায় যে মামলাগুলো হয়েছে, তার বেশিরভাগই আইনের অপপ্রয়োগ। নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সে সুযোগ থাকবে না। সংসদের আগামী অধিবেশনে তা পাস হবে।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ করতে চায়। সেটি শুধু ঢাকাকেন্দ্রিক নয়, রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন এবং গ্রাম পর্যায় পর্যন্ত ডিজিটাল হবে। কাজেই বাংলাদেশের একটি ইউনিয়নও থাকবে না, যেখানে ডিজিটালের ছোঁয়া পৌঁছাবে না। সেক্ষেত্রে ডিসিদের সহযোগিতা চেয়েছি।

এ সম্পর্কিত আরও খবর