রাজধানীতে মাদকসহ আটক ৩৫

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 03:00:20

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ৩৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-২।

আটকরা হলেন, মো. সাগর (২০), মো. রাসেল (২২), মো. জুয়েল (২৫), আতিকুর রহমান (৩২), আরিফ (২৩), আমিনুল ইসলাম মানিক (৩৭),আব্দুর রহমান(২৬), বিপ্লব খলিফা (৪০), হৃদয় হোসেন বাবু (২২), মো.রানা (২১), মোছা. জোহরা খাতুন (৩০), রিয়াজ উদ্দিন মিন্টু(৩৬), রুবেল থাপা(৩০), রিজওয়ান আল রহমান(৩০), মো. আব্দুল হান্নান সুমন(২৭), মো.ইমাম হোসেন।

এমাম(২৫), মো. লিয়াকত(২২), মো.রাকিব(২১), মো.শাহিন(২২), মো. রিয়াজ(২০),মো.মাসুদ(৪৫), মো. পালন(৩৮), মো.মেহেদী হাসান(২০), মো.আরিফুল ইসলাম রাকিব(২১), মো.রাশেদ হোসেন জীবন(২৬), মো. ওবায়দুর (২৪), মো.সজল মিয়া(২৭), মো.আলামিন(২৬), মো. শফিক(২০), আবুল কাশেম(৫০), মো.ইব্রাহীম(৪০), মো.অলিউল্লাহ(২৮), মো. ফয়সাল হাওলাদার(২৪), মো.নূর হোসেন(২৫), মো.রানা শেখ(২০)।

বৃহস্পতিবার (২৬ জুলাই) র‍্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার পৃথক পৃথক মাদক স্পটে মাদক ব্যবসায়ীরা নিত্য-নতুন কৌশলে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট (ইয়াবা), গাজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্ততে র‍্যাব-২ এর পৃথক পৃথক দল মাদক বিক্রির স্পটগুলোতে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯০ গ্রাম গাজা, ৩৬৫০০ মাদক বিক্রির টাকা, ৩৬ টি মোবাইল ফোন ও ৪৪ টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর