বাংলায় উন্মুক্ত গ্রাম তত্ত্বই ইসলাম প্রচারে সফলতা

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 04:28:20

বাংলায় উন্মুক্ত গ্রাম তত্ত্বই ইসলাম প্রচারে পীরদের সাফল্যের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইতিহাস ও অর্থনীতিবিদ ড. আকবর আলী খান শনিবার ( ২৮ জুলাই)  জাতীয় যাদুঘরে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণিজন বক্তৃতা-৬ 'বাংলায় ইসলাম ধর্মের প্রসার ঐতিহাসিক প্রশ্নসমুহের পুনর্বিবেচনা' বিষয়ে বক্তা হিসেবে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে ইসলাম প্রচার করে মুসলমান সুফি, দরবেশ ও পীরগণ। কিন্তু এ ধরনের পীর ভারতের সর্বত্রই এসেছে। কিন্তু বাংলাদেশের গ্রামগুলো স্বাধীন ও উচ্চবর্ণের নিয়ন্ত্রণ ছিল না বলেই ধীরে ধীরে ইসলামে ধর্মান্তরিত হয়েছে।

তিনি বলেন, কেউ জোর করে ইসলামে ধর্মান্তরিত করেনি আবার মুসলমান হওয়ার পরও চরম বাধা আসেনি উচ্চ বর্ণের কাছ থেকে। কারণ বাংলায় সংঘবদ্ধ নগর ছিল না,  যা পশ্চিম ভারতে  ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপচার ড. পারভিন হাসান।

জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমদ শুভেচ্ছা বক্তব্য দেন।

আকবর আলী খানের জীবন বৃত্তান্ত বর্ণনা করেন আমিরুল ইসলাম ভূইয়া।

এ সম্পর্কিত আরও খবর