করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিব বর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) রাতে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, মার্চ মাসে মুজিব বর্ষের সব বড় আয়োজন আপাতত স্থগিত। নতুন করে তা পুনর্বিন্যাস হবে। তবে ঘরোয়া আয়োজন চলবে।
মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ সম্পর্কে সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি জানান, প্যারেড গ্রাউন্ডে ১৭ তারিখ যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা আপাতত হচ্ছে না। অনুষ্ঠানে মোদিসহ আমন্ত্রিত বিদেশি অতিথিরা আসছেন না। ৩২ নম্বর এবং টুঙ্গিপাড়ায় অনুষ্ঠান হবে।
রোববার রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বাংলাদেশে ৩ জন করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করা হয়। এরপর বৈঠকে বসে মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।