প্রতীক পেয়ে প্রচারণায় ইসলামী আন্দোলনের প্রার্থী

চট্টগ্রাম, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-09 14:34:27

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর শিল্পকলা একাডেমিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক পেয়ে দুপুরে নগরীর দেওয়ারহাটস্থ দলের মহানগর কার্যালয় থেকে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম।

প্রচারকালে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এ সময় তিনি দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বেপারীপাড়া, শান্তিবাগ, ছোটপোল, বড়পোল, নয়াবাজার, হালিশহর এলাকাগুলোর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দুর্নীতি, দূষণ, সন্ত্রাসমুক্ত, ক্লিন ও গ্রীণ সিটির প্রতিশ্রুতি দিয়ে হাতপাখার পক্ষে ভোট চান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, জয়েন্ট সেক্রেটারি ডা. রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ নূরী, দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ জাহের আরেফী, নগর ইশা ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক এইচএম নাজিম উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুহা. নোয়াব মিয়া, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম শাহিন, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা. দিদারুল মাওলা, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ ফুরকান সিকদারসহ অন্যরা।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন ছয় প্রার্থী। অন্য পাঁচ প্রার্থী হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী এমএ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ওয়াহেদ মুরাদ (চেয়ার)।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। নির্বাচনে ছয় মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ৫৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর