নৌমন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 15:39:29

ঢাকা: অান্দোলনরত শিক্ষার্থীরা নৌপরিবহন মন্ত্রী শাজাহানকে সকল সংসদীয় কমিটি, মালিক-শ্রমিক ফেডারেশন ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবী জানিয়েছেন।

মঙ্গলবার (৩১ জুলাই) ফার্মগেট এলাকায় অবরোধ পালনকালে শিক্ষার্থীরা এ দাবি জানান।
বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে ফার্মগেটে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে।

নৌমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারের ন্যায্য দাবি আদায়, পেশাদার লাইসেন্স প্রদানে স্বচ্ছতা, সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি, বিগত দিনের সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ওভারব্রীজ দিতে হবে, বিশেষ করে এমইএস এলাকায়, ফ্লাই ওভার থেকে নামার মুখে স্পিড ব্রেকার দিতে হবে, সকল প্রকার দলীয় আচরন ত্যাগ করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা, পরিবহন খাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করনে সর্বোচ্চ আইন প্রনয়ন, ক্ষতিগ্রস্তদের বাস্তবসম্মত ক্ষতিপূরণ, গাড়ির ফিটনেস ও স্টুডেন্ট হাফ পাশ কার্যকর করারও দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর