বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরব থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় জেদ্দা থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। আগত যাত্রীদের সবাইকে সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি-২৩৬ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বার্তা২৪.কমকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন। তিনি জানান, জেদ্দা ফ্লাইটের সবাইকে সেলফ কোয়ারেন্টাইনে (সঙ্গরোধ) থাকতে বলা হয়েছে।
জেদ্দা ফেরত এই যাত্রীদের আধিকাংশই ওমরাহ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় সৌদি আরবে আটকে পড়েছিলেন।