করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলাসহ মানুষের যে কোনো প্রয়োজনে পুলিশ সদস্যরা পাশে থাকবে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী দিনগুলোতে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। পুলিশ সদস্যদের পথে নেমে কাজ করতেই হবে। এর জন্য সবার মনোবল বাড়াতে হবে।
শনিবার (২১ মার্চ) দুপুরে রংপুরের বদরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসপি বিপ্লব বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতনতার সাথে সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে পুলিশ সদস্যদের বেশি সাবধানতা অবলম্বন করা দরকার।
সভা শেষে পুলিশ সদস্যদের মাঝে ফেস মাস্ক বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মারুফ আহমেদ, বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।