রফতানিমুখী খাতের জন্য ৫ হাজার কোটি টাকার ফান্ড ঘোষণা

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 00:09:57

তৈরি পোশাক খাত, নিটওয়্যারসহ সব রফতানিমুখী খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার ফান্ড ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ টাকায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) স্বাধীনতা দিবস ও করোনার সংক্রমণ রোধে জনসাধারণের করণীয় সম্পর্কে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার কারণে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ খাতের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য পাঁচ হাজার কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে।

রফতানিমুখী খাতের মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়া, নিটওয়্যার, প্লাস্ট্রিক এক্সেসোরিজ প্রভৃতি। এর মধ্যে বুধবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালিসহ অধিকাংশ দেশ ৮৮০টি কারখানার ৭৭১ দশমিক ৫৫ মিলিয়ন পিস অর্ডার বাতিল ও স্থগিত করেছে। এতে ক্ষতির পরিমাণ দুই দশমিক ৪৬ বিলিয়ন ডলার ইউএস ডলার। এ কারখানাগুলোতে ১৭ লাখ নয় হাজার শ্রমিক রয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পুড়ন:

 সমগ্র বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে: প্রধানমন্ত্রী

করোনা যুদ্ধে দেশবাসীর দায়িত্ব ঘরে থাকা: প্রধানমন্ত্রী

বাঙালি বীরের জাতি, যুদ্ধে জিতবেই: প্রধানমন্ত্রী

নিম্ন আয়ের মানুষকে ‘ঘরে-ফেরা’ কর্মসূচির আওতায় সহায়তা

আতঙ্কিত হবেন না, সতর্ক হোন: প্রধানমন্ত্রী

যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন: প্রধানমন্ত্রী

‘সরকারের দায়িত্ব ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা’

ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে আমরা

জনসমাগম না করার অনুরোধ প্রধানমন্ত্রীর

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

 

এ সম্পর্কিত আরও খবর