রংপুরে প্রবাস ফেরত ৫২৫৩ চিহ্নিত, বাকিদের খোঁজে সেনাবাহিনী

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-22 02:37:11

রংপুর বিভাগের আট জেলায় বিদেশ ফেরত ৫ হাজার ২৫৩ জন প্রবাসীর ঠিকানা ও অবস্থান চিহ্নিত করেছে প্রশাসন। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। এছাড়া শনাক্ত না হওয়া আরও ২ হাজার ২০৩ জনের সন্ধানে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার‌যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে।

চলতি বছরের গত ১ মার্চ থেকে বিদেশ হতে রংপুর বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৪৫৬ জন প্রবাসী দেশে এসেছেন।  এর মধ্যে বুধবার পর্যন্ত ৫ হাজার ২৫৩ জনের অবস্থান ও ঠিকানা শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্ত করতে সেনাবাহিনীর সদস্যরা প্রবাস ফেরতদের দেয়া ঠিকানায় খোঁজখবর রাখছেন।

এদিকে সূত্র জানায়, রংপুর বিভাগে গাইবান্ধায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টানে ৩ হাজার ৩৩৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩ জন ও আইসোলেশনে ৯ জন রয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছে ২ হাজার ১১৫ জন।

রংপুর বিভাগের ৮ জেলায় সরকারী ৬২টি চিকিৎসা কেন্দ্রে করোনা রোগীদের চিকিৎসায় ৫৭৪টি বেড, ৮১৮ জন চিকিৎসক, ১ হাজার ৭১১ জন নার্স ও বেসরকারী ৭৯টি চিকিৎসাকেন্দ্রে ৫৩টি বেড, ১৮৮জন চিকিৎসক ও ৩৮৩ নার্স নিয়োজিত রয়েছে।

এছাড়া সরকারিভাবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ৭ হাজার ১৭১টি মজুদ ও ৪ হাজার ৪৬৫টি বিতরণ এবং বেসরকারিভাবে ৫টি মজুদ ও ৫০টি সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

এদিকে রংপুরে করোনার প্রাদুর্ভাব না ঘটলেও মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন। প্রস্তুতি হিসেবে বুধবার দুপুরে নগরীর বড় দুটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকদের সাথে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।

সভায় রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, আরপিএমপি পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আমিন আহমেদ খান, জেলা প্রশাসক আসিব আহসান, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর