দৌলতদিয়া-পাটুরিয়ায় সীমিত আকারে চলছে ফেরি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-25 18:09:14

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে বন্ধ থাকা ফেরি চলাচল সীমিত আকারে চালু করেছে কর্তৃপক্ষ।

তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী ট্রাক ছাড়া আর কোন পরিবহন ফেরি পারাপার করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাকের জন্য ফেরিগুলো ঘাটে অপেক্ষা করছে। এ সময় অন্য কোন পরিবহন নদী পারাপার করতে দেখা যায়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বার্তা২৪.কমকে বলেন, করোনাভাইরাস রোধে ৪ এপ্রিল সকাল থেকে এ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধু অ্যাম্বুলেস চলাচলের জন্য দুটি ফেরি চালু ছিল। সোমবার কাঁচামাল বহনকারী ট্রাকের জন্য আরো তিনটি ফেরি চালু করেছি, যা সীমিত আকারে চলবে।

এ সম্পর্কিত আরও খবর