দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)।
দুদকের ওই পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ এপ্রিল) সকালে মারা যান।
মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জালাল সাইফুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) পাঠানো শোকবার্তায় বলা হয়, এই কর্মকর্তা সুনামের সাথে এ পর্যন্ত তার কর্মকাল অতিক্রম করেছেন। তার অকাল মৃত্যুতে প্রজাতন্ত্রের একজন মেধাবী কর্মকর্তার সেবা থেকে দেশ বঞ্চিত হলো।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা এবং একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন।