বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-09-01 16:20:41

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৪ বাংলাদেশি নাগরিক ।

সোমবার (৬ এপ্রিল) বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর তাদের স্থলবন্দর এলাকায় প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) রাখা হয়েছে।

স্থলবন্দর সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্বে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতার কারণে ইমিগ্রেশন সুবিধা বন্ধ থাকায় ভারতের বিভিন্ন এলাকায় এসব বাংলাদেশি নাগরিক আটকে পড়ে । তারা চিকিৎসাসহ নানা কারণে ভারতে যান । তাদের সরকারি নির্দেশনায় ও বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হলো এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্থলবন্দর এলাকায় সরকারি খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) রাখা হয়েছে। তবে তাদের শরীরে কোন করোনার উপসর্গ বা লক্ষণ পাওয়া যায়নি।

এবিষয়ে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া ৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরলে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) রাখা হয়েছে । তাদের চারজনের মধ্যে করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি।

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী জানান, ৪ বাংলাদেশি দেশে ফেরার সাথে সাথে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা ।

এ সম্পর্কিত আরও খবর