বগুড়ায় চাল আত্মসাতের চেষ্টা, আ.লীগ নেতার জরিমানা

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-30 07:13:32

বগুড়ায় হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা ওয়াজেদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ওয়াজেদ হোসেন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং খাদ্য অধিদপ্তরের ডিলার।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহান এই জরিমানা করেন।

জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) মহিষাবান ইউনিয়নে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে বিক্রি করা চাল বিক্রিকালে তিনি কিছু ভুয়া মাস্টার রোল তৈরি করেন। বিষয়টি ইউপি সদস্য সুলতান মাহমুদ জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে চাল বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ওয়াজেদ হোসেন ১০০ বস্তা চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন না করে সেগুলো বিক্রি দেখিয়ে মাস্টার রোল তৈরি করেছেন। এরপর মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওয়াজেদ হোসনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

গাবতলী উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহান বার্তা২৪.কম-এর কাছে ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ১০ হাজার টাকা জরিমানা ছাড়াও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর