বার্তা২৪.কম’র সাংবাদিককে হাত ভেঙে দেওয়ার হুমকি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযুক্ত বিপ্লব হোসেন

অভিযুক্ত বিপ্লব হোসেন

মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কমের গাজীপুর প্রতিনিধি আশিকুর রহমান ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বড়ইবাড়ী এলাকার বাসিন্দা কলিম উদ্দিনের ছেলে বিপ্লব হোসেন।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক আশিকুর রহমান।

বিজ্ঞাপন

অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী এলাকায় একটি ইট ভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি, চাঁদা দাবি, রাস্তা আটকে দেওয়াসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন তিনি। এসব ঘটনায় সাংবাদিক আশিকুর রহমানকে ব্যবহার করার জন্য একাধিকবার বিভিন্ন প্রলোভন দেখান অভিযুক্ত বিপ্লব। তবে এসব প্রলোভন রাজি না হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের গ্রাম্য সিদ্ধান্তের পক্ষে থাকায় সাংবাদিক পরিবারের ওপর ক্ষুব্ধ হন কথিত ওই নেতা৷

সাংবাদিক আশিকুর রহমানের করা অভিযোগপত্র

এ ঘটনার জেরে বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সফিপুর-আড়ইবাড়ী সড়কের বাশতলী এলাকায় এসে আশিকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান তুরাগ এন্টারপ্রাইজের সামনে গিয়ে তার বাবাকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয়। এর কিছুক্ষণ পর আশিকুর রহমান পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত বিপ্লবের সাথে দেখা হলে সে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। এক পর্যায়ে তার দুই হাত ভেঙে দেওয়া ও তার গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্ত বিপ্লব।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময়ে দলের নেতাদের পকেট ভারী করে এলাকায় আধিপত্য বিস্তার করে মাটির ব্যবসাসহ অবৈধ কাজে জড়িত ছিলেন অভিযুক্ত বিপ্লব। তবে গত ৫ আগস্টের পর হঠাৎ খোলস পাল্টে বিএনপির বড় নেতা পরিচয়ে এলাকায় চলাচলের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধভাবে নদীর মাটি কেটে বিক্রি, পুকুর খনন, ব্যবসা প্রতিষ্ঠানে বাধা সৃষ্টিসহ নানা ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন।

এ ব্যাপারে বিপ্লবের মুঠোফোনে কল করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসব কিছু করিনি। কীসের অভিযোগ, আমাকে অভিযোগের কপি পাঠান।

এদিকে আশিকুর রহমানকে দেয়া হুমকির খবরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় প্রেসক্লাবসহ সকল সাংবাদিকবৃন্দ।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান।

উল্লেখ্য, সাংবাদিক আশিকুর রহমান মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম -এর গাজীপুর জেলা করেসপন্ডেন্ট ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক পদে নিযুক্ত রয়েছেন।