বগুড়া শহরে ভাসমান মানুষদের প্রতিদিন এক বেলা করে খাবার পৌঁছে দিচ্ছে ভিন্ন দৃষ্টি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
করোনা ভাইরাসের প্রভাবে শহর ফাঁকা হয়ে যাওয়ার কারণে রেল স্টেশনের প্লাটফর্মে, সাতমাথায়, বিভিন্ন সড়কের ফুটপাতে রাত কাটানো মানুষ খাবার না পেয়ে হয়ে পড়েছে অসহায়। তাদের সাহায্যে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্ন দৃষ্টি। গত ২৭ মার্চ থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ঘুরে ঘুরে শহরে খাবার বিতরণ করে আসছেন।
প্রতিদিন গড়ে অর্ধশতাধিক মানুষের হাতে পৌঁছে যাচ্ছে এক বেলার রান্না করা খাবার।
কোনোদিন ভাত, ডাল সবজি আবার কোনো দিন খিঁচুড়ির প্যাকেট তুলে দেয়া দেয়া হচ্ছে অসহায় মানুষের হাতে।
এইসব মানুষ গুলো বগুড়া শহরে ফুটপাতে বসবাস করেন। আবার কেউ ভিক্ষাবৃত্তি করে রাত কাটান রেল স্টেশনে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা ছাড়াও হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন। এইসব অসহায় মানুষদের কথা চিন্তা করে স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্ন দৃষ্টি এক বেলার খাবার বিতরণের উদ্যোগ নেয়।
ভিন্ন দৃষ্টি এর প্রতিষ্ঠাতা রিংকু রায় অর্ক বার্তা২৪.কমকে বলেন, ছুটি ঘোষণার পর থেকেই অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা মানুষের জন্য খাবার বিতরণের উদ্যোগ নেই। প্রতিদিন গড়ে ৫০ জন মানুষের কাছে খাবার পৌঁছে দেই। আমাদের এই উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন।