রাঙামাটি শহরের পিটিআই সংলগ্ন পেছনের পাড়ায় অভিযান চালিয়ে চোলাই মদের কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় ২০০ লিটার চোলাই মদ এবং হাজার লিটার মদ তৈরির সরঞ্জামসহ শান্তি চাকমা ও টুনি চাকমা নামের দু’জনকে আটক করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) রাতে পাঁচটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় মদ তৈরির পাঁচটি কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় মদসহ দু’জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।