বাড়ির মালিকদের স্বাস্থ্যকর্মীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-28 14:31:30

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সাথে সহানুভূতিশীল আচরণ করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) কর্তৃপক্ষ। একইসাথে বিরূপ আচরণ করার অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।      

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের প্রেক্ষিতে লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক বাড়ির মালিকগণ তাদের বাসায় ভাড়া থাকা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলছেন বা নানাভাবে চাপ তৈরি করছেন- যা অন্যায়, অমানবিক এবং দণ্ডনীয় অপরাধ।

এমতাবস্থায়, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বাড়ি মালিকগণকে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সাথে সহানুভূতিশীল আচরণ করতে অনুরোধ করা হলো। অন্যথায় বাড়ির মালিকগণের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর