কুষ্টিয়ায় ৪ ফার্মেসিকে ৬৬ হাজার টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-25 21:25:10

কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি ফার্মেসিকে ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।

তাকে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, ভারতীয় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে শহরের রাজ্জাক সুপার মার্কেটের পদ্মা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সদর হাসপাতাল মোড়ে অবস্থিত ন্যাশনাল ফার্মেসিকে হ্যান্ড স্যানিটাইজার ও আমদানি নিষিদ্ধ ইনজেকশন সংরক্ষণের দায়ে ১০ হাজার এবং আরও দুই ফার্মেসিকে ওষুধ সংরক্ষণের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর