রোববার এয়ারপোর্ট সড়কে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:18:41

শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন সড়কে রোববার (১২ আগস্ট) আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ওই স্কুলের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেখানে আন্ডারপাস নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস-উইং সূত্রে জানা গেছে, ঢাকা-এয়ারপোর্ট মহাসড়কে বীরসপ্তক ক্রসিং পয়েন্টের নিকট ‘পথচারী আন্ডার-পাস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সকাল ১০ টায় ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র-ছাত্রীদেরকে ৫টি বাস (১টি দ্বিতল বাস, ৩টি একতল বাস ও ১টি ৩০ আসন বিশিষ্ট কোস্টার) উপহার দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, সম্প্রতি এয়ারপোর্ট রোডে বেপরোয়া বাসের চাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মারা যাওয়ায় নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে তা দ্রুত বাস্তাবায়নের প্রতিশ্রুতি দেন। ইতোমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর