সঙ্গরোধ শেষে কর্মস্থলে আইইডিসিআরের ৮ কর্মকর্তা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 06:56:32

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) আট কর্মকর্তা ১৪ দিনের সঙ্গরোধ শেষে কর্মস্থলে ফিরেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আইইডিসিআর সূত্রে তাদের কর্মস্থলে ফেরার তথ্য জানা গেছে। এর আগে চলতি মাসের ৭ এপ্রিল আইইডিসিআরের চার কর্মীর করোনা পজেটিভ আসে।

এরপর আক্রান্তদের আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ আট কর্মকর্তা করোনা পরীক্ষা করান। ফলাফল নেগেটিভ এলেও বাড়তি সতর্কতা হিসেবে স্বেচ্ছায় বাড়িতে সঙ্গরোধে চলে যান তারা। ১৪ দিনের সঙ্গরোধ শেষে তারা কর্মস্থলে ফিরেছেন।

আইইডিসিআর সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল তাদের সঙ্গরোধের মেয়াদ শেষ হয়েছে। পরে ২৬ এপ্রিল থেকে তারা অফিসে যোগ দিয়েছেন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন বার্তা২৪.কমকে বলেন, সবার সঙ্গরোধের মেয়াদ শেষ। এরই মধ্যে অনেকে কর্মস্থলে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, আইইডিসিআরের নমুনা সংগ্রহকারীসহ চার কর্মী করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও ভাইরোলজি ল্যাবের প্রধান অধ্যাপক এএসএম আলমগীরসহ আট কর্মকর্তা অতিরিক্ত সর্তকতা অবলম্বন করে স্বেচ্ছায় সঙ্গরোধে যান। এ সময় তারা স্বেচ্ছায় সঙ্গরোধে থেকে নিজ নিজ অফিশিয়াল দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত আরও খবর