২৩ ঘণ্টা পর হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার, ২ কনস্টেবল ক্লোজ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 21:28:21

রংপুরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ২৩ ঘণ্টা পর ওই আসামি গ্রেফতার হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পলাতক ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার কারণে কনস্টেবল কামাল পাশা ও দেলোয়ার হোসেনকে ক্লোজ করা হয়েছে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরিফ আলী জানান, গতকাল মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ থানার কনস্টেবল কামাল পাশা ও দেলোয়ার হোসেন একটি অটোরিকশায় করে চুরির মামলার আসামি মাহমুদুল হাসানকে (১৯) নিয়ে রংপুর আদালতের উদ্দেশে রওনা হন। এ সময় বদরগঞ্জ-রংপুর রোডের ভাঙা মাল্লি ব্রিজের কাছে পৌঁছালে মাহমুদুল কৌশলে হাতকড়াসহ অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

এ ঘটনার পর থেকে বদরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালায়। অবশেষে আজ (২৯ এপ্রিল) উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা বাজার থেকে তাকে হাতকড়াসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আসামি মাহমুদুল হাসান বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের রবিউল ইসলাম চৌধুরীর ছেলে। সোমবার রাতে সেচপাম্প চুরির মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর