করোনায় আক্রান্তদের প্রতি মানবিক হন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 00:24:17

করোনায় শনাক্ত বা আক্রান্ত ব্যক্তিরা কোনো দোষী বা অপরাধী নয় মন্তব্য করে আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।

শুক্রবার (১ মে) রাজধানীর মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো কোনো জায়গায়, সমাজে, পাড়া-মহল্লায় করোনা আক্রান্ত ও শনাক্ত ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তাদের পরিবারের মানুষজনদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। বিষয়টি মানবিকভাবে দেখুন। যারা আক্রান্ত হচ্ছেন, তাদের কোনোভাবেই হেয় প্রতিপন্ন করবেন না। তাদের পরিবারের কাউকে হেয় করবেন না।

আমরা এখনো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারিনি, সামাজিক দূরত্ব মেনে চলছি না জানিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যেকোনো মুহূর্তেই আমি, আপনি নিজেও করোনায় আক্রান্ত হতে পারি। কারণ এখন এটা সামাজিকভাবে সংক্রমিত হচ্ছে। কাজেই আজকে যে নেগেটিভ আছে কালকে সে পজিটিভ হবে না তার গ্যারান্টিও আমরা দিতে পারি না। কাজেই কাউকে হেয় করবেন না, কারো সাথে অপরাধীর মতো আচরণ করবেন না।

তিনি বলেন, আমরা আক্রান্ত ব্যক্তির প্রতি মানবিক হই। তিনি একজন মাত্র অসুস্থ রোগী ব্যক্তি। অন্য যেকোনো রোগের মত এটাও একটা অসুখ। এটা সময়ের সাথে সাথে সুস্থ হয়। আমরা আগেও বারবার বলেছি করোনায় আক্রান্তের ক্ষেত্রে ৮০%ভাগ মানুষেরই মৃদু সংক্রমণ হয়। তাদের লক্ষণ ও উপসর্গগুলো মৃদু থাকে।

মাত্র ৩ থেকে ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস হয়। সে ক্ষেত্রে তাদের হাসপাতালে লাইফ সাপোর্ট লাগে। কাজেই আমরা যেনো কখনই তাদেরকে অপরাধী হিসেবে গণ্য না করি বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর