ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বেচ্ছায় রক্তদান করে সুনাম কুড়িয়েছেন ‘ব্লাড ফর আশুগঞ্জ’ নামে একটি সামাজিক সংগঠন। সম্প্রতি করোনাভাইরাস সংকটের কারণে প্রতিদিন ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী দুই শতাধিক রোজাদারদের বিনামূল্যে ইফতার করাচ্ছে সংগঠনটি। তাছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে সংগঠনটির সদস্যরা। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি উপজেলার একটি বেঁদে পল্লীতেও প্রতিদিন রোজাদারদের জন্য পাঠানো হচ্ছে ইফতার।
জানা গেছে, সংগঠনের প্রধান সমন্নয়ক হাসান ইমরান ও রাহাত হোসেনের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা ইফতারের প্যাকেট নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজায় ইফতারের সময় প্রতিদিন দাঁড়িয়ে থাকেন। টোল দেয়ার জন্য দাঁড়ানো যানবাহন চালক-সহযোগী ও অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবায় নিয়োজিত সকলের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
সংগঠন সংশ্লিষ্টরা জানান, রমজানের শুরু থেকেই রোজাদারদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। প্রতিদিন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় মহাসড়কে চলাচলকারীদের জন্য সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হচ্ছে। পুরো রমজান মাসজুড়েই এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন দুই শতাধিক রোজাদারকে এই ইফতার দেওয়া হচ্ছে।
ইফতার পাওয়া ট্রাক চালক সামসুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, সৌদি আরবে এমনভাবে রোজার মাসে ইফতার বিতরণ করা হয় শুনেছি। আমাদের দেশের মধ্যে এমনভাবে ইফতার বিতরণ দেখে অনেক ভাল লেগেছে। মহাসড়কে আমরা গাড়ি চালাই রোজা রেখে। অনেক জায়গায় গাড়ি থামিয়েছিলাম ইফতার নেয়ার জন্য কিন্তু লকডাউনের জন্য পাওয়া যায়নি। অবশেষে আশুগঞ্জ টোলপ্লাজায় ইফতার পেয়ে গেলাম বিনামূল্যে। আল্লাহ ওনাদের আরো সাহায্য করার তৌফিক দান করুক।
‘ব্লাড ফর আশুগঞ্জ’ এর প্রধান সমন্বয়ক হাসান ইমরান বার্তা২৪.কমকে জানান, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে জেলার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ও হাট-বাজারে গিয়ে দফায় দফায় জীবাণুনাশক ছিটিয়েছে সংগঠনের সদস্যরা। এছাড়াও লকডাউনের মধ্যে কোনো বহিরাগত যেন জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য আশুগঞ্জ টোলপ্লাজায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও কাজ করছে আমাদের সদস্যরা।
তিনি আরো জানান, প্রতিদিন রোজাদারদের জন্য ইফতার নিয়ে মহাসড়কে আমাদের সংগঠনের সদস্যরা অপেক্ষায় থাকেন। লকডাউনের কারণে দোকানপাট ও রেস্তোরা বন্ধ থাকায় রাস্তায় চলাচলকারীরা চাইলেও রোজা রেখে ইফতার কিনতে পারছেন না। রোজাদারদের কথা চিন্তা করেই ইফতার বিতরণের উদ্যোগটি নিয়েছি। পুরো রমজান মাসজুড়েই আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ বার্তা২৪.কমকে বলেন, মহাসড়কে রোজাদারদের জন্য তাদের এই চমৎকার আয়োজন দেখে আমি মুগ্ধ। তাদের আয়োজনের সাথে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।