করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ (৮০)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।
শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সৈয়দ আহম্মেদ কলেজের বর্তমান অধ্যক্ষ ও শিক্ষাবিদের ভগ্নীপতি সাইদুজ্জামান জানান, মার্চ মাসের প্রথম সপ্তাহে ওই শিক্ষাবিদ হৃদরোগে আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত বুধবার (৬ মে) তার শরীরে করোনা পজিটিভ পাওয়া গেলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন হৃদ রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত শিক্ষাবিদ ১৯৭০ সালে তার বাবা সৈয়দ আহম্মদের নামে কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি ওই এলাকায় আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। প্রতিষ্ঠার পর থেকেই তিনি কলেজের অধ্যক্ষ ছিলেন। কলেজটি শিক্ষার মান নিয়ে বেশ সুনাম অর্জন করেন। এরশাদ সরকারের আমলে তিনি সোনাতলা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।