ভোলা থেকে অস্ত্র-গুলি ও মাদকসহ বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪২) নামের ২৫ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮। গ্রেফতারের সময় বাদশার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বাদশা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা (চর আনন্দ) গ্রামের মৃত দাইমুদ্দিন শিকদারের ছেলে। বাদশার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ প্রায় ২৫টি মামলা রয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১০টায় বরিশাল র্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাস ও নাশকতা করার প্রাক্কালে শুক্রবার (৮ মে) রাতে ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশাকে গ্রেফতার করে র্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি দল। গ্রেফতারের পর তার কাছ থেকে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়।
বাদশা শিকদারের বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।