মিরসরাইয়ে সামাজিক দূরত্বে বিজিবির খাদ্য সহায়তা

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মিরসরাই (চট্টগ্রাম) | 2023-08-27 12:24:58

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অলিনগর বিওপি ক্যাম্পের উদ্যোগে সামাজিক দূরত্ব মেনে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি ফেনী ব্যাটালিয়ন-৪ এর উপ-সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন, অলিনগর বিওপি ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার মো. গোলাম মোস্তফা, নায়েক সুবেদার মো. সৈয়দুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, আলু, ডাল, তেল, ছোলা, ময়দা, চিনি, পেঁয়াজ।

মো. দেলোয়ার হোসেন বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ জনগণ কর্মহীন হয়ে যাওয়ায় অনেক কষ্টে দিন যাপন করছে। বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতার কল্যাণেও সব সময় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় বিজিবির উদ্যোগে গত ৮ মে থেকে বিভিন্ন জায়গায় প্রায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। অলিনগর বিওপি ক্যাম্পের আওতাধীন ৫৫টি পরিবারের মাঝে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর