কুড়িগ্রামে ঢেঁড়সের কেজি ৫ টাকা

, জাতীয়

মো. জুয়েল রানা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-30 11:53:41

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর হাটে বিভিন্ন স্থান থেকে চাষিরা তাদের উৎপাদিত শাক-সবজি নিয়ে আসেন বিক্রি করতে। এবার সবজি উৎপাদন বেশি হলেও করোনার কারণে হাটে ক্রেতা সংকট।

এখন আলু-বেগুন-পেঁয়াজের চাহিদা থাকলেও ঢেঁড়সসহ বেশিরভাগ সবজির ক্রেতা নেই বললেই চলে। ক্রেতার অভাবে বর্তমানে দুই কেজি ঢেঁড়স মাত্র ১০ টাকায় বিক্রি করছেন কৃষকেরা। ফলে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।

মঙ্গলবার (১২ মে) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর হাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার কুড়িগ্রাম সদর উপজেলায় ঢেঁড়স চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪৮ হেক্টর। আবাদ হয়েছে ১৪৫ হেক্টর জমিতে। ফলনও হয়েছে বেশি।

যাত্রাপুর হাটের ব্যবসায়ী মো. ফেরদৌস মিয়া বার্তা২৪.কমকে বলেন, ঢেঁড়স পাঁচ টাকা কেজিতে বিক্রি করছি, তাও মানুষ নিচ্ছে না। হাটে মানুষের উপস্থিতিও কম। বিভিন্ন সবজি আমদানি থাকায় ঢেঁড়সের চাহিদা কম। মানুষ আর ঢেঁড়স খাচ্ছে না।

মাত্র ৫ টাকা কেজিতে ঢেঁড়স বিক্রি করতে হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

এ হাটে আসা আমজাদ হোসেন নামের এক ঢেঁড়স চাষির বার্তা২৪.কমকে জানান, ঢেঁড়স খুচরা বিক্রি করার জন্য নিয়ে এসেছি। কিন্তু খুব কম বিক্রি হচ্ছে। চাহিদা কম থাকায় শেষ পর্যন্ত পাইকারের কাছে ৪ টাকা কেজি দরে বিক্রি করলাম। এতে তো আমার উৎপাদন খরচই উঠবে না।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন বার্তা২৪.কমকে বলেন, ঢেঁড়সের মৌসুম শেষের দিকে চলে এসেছে। আর রমজান মাসে মার্কেটিং হচ্ছে না, এ কারণেই দামটা কম।

 

এ সম্পর্কিত আরও খবর