রংপুরে পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া অবৈধভাবে গড়ে তোলা প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) । প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ অবৈধভাবে প্লাস্টিক মজুদ করে রাখার অভিযোগে তিনটি কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে বার্তা২৪.কম-কে এসব তথ্য জানান রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি ও মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
তিনি জানান, বুধবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জের নাচনিয়া সাতমাথা এলাকায় পৃথক তিনটি প্লাস্টিক কারখানায় অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া অবৈধভাবে প্লাস্টিক মজুদ করে কারখানা পরিচালনার অপরাধ স্বীকার করেন কারখানা মালিকরা।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ আইনে কারখানার মালিক আক্তার হোসেন ও আয়নাল হককে ৩০ হাজার টাকা করে এবং হানিফ মিয়াকে ১০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন।
পরিবেশ অধিদফতরের পরিদর্শক কাজী সাইফুদ্দিনের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।