নোয়াখালী জেলার সকল উপজেলার হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য সব দোকানপাট আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) নোয়াখালী জেলা প্রশাসক এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তন্ময় দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন হাটবাজার পরিদর্শন করে দেখা যে, জনগণ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা বা চলাফেরা করছেন না। তাই শুক্রবার (১৫ মে) ভোর ৬টা থেকে জেলার সকল বাজারের মুদি, কাঁচামাল, ওষুধ সামগ্রী সহ সরকার ঘোষিত নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকানপাট এবং যেকোনো ধরনের গণপরিবহন পুনরায় বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।