কুমিল্লায় ৫০০ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-22 03:56:31

কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় একদিনেই সর্বোচ্চ ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৫ জনই জেলার নাঙ্গলকোটের। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৫২৬ জন।

এদিকে, করোনার ছোবলে কুমিল্লায় নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ১৯ জন। আর করোনা জয় করে জেলার লালমাইয়ের একজন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৮ জন।

শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

তিনি বলেন, ‘কুমিল্লাতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে জেলার মুরাদনগরে ১৪ জন, কুমিল্লা সিটিতে তিনজন, আদর্শ সদরে দু’জন, সদর দক্ষিণে ছয়জন, নাঙ্গলকোটে ২৫ জন, লাকসামে সাত জন, বুড়িচংয়ে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন ও কুমিল্লা মেডিকেলের চার জন রয়েছেন।

তিনি আরও জানান, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৬ হাজার ৫৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৬ হাজার ২৪ জনের। এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫২৬ জন। আর মোট মারা গেছেন ১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন।

এ সম্পর্কিত আরও খবর