রমেকে আরও ৭ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 08:08:56

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর ও নীলফামারী জেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরের ছয় ও নীলফামারী জেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজের আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক পুরুষ (৫২) ও এক কিশোর (১৪), রংপুর নগরীর বাছার কাছনা এলাকার এক পুরুষ (৩৬), খটখটিয়া এলাকার এক পুরুষ (৫৪), শালবন এলাকার এক নারী (২৭), বদরগঞ্জ উপজেলার এক পুরুষ (৩১) এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার এক পুরুষ (৪৩) রয়েছেন।

এদিকে রমেকের পিসিআর ল্যাবে গত ৫২ দিনে ২৯১ জন এবং রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার চার ধাপের ফল (আইইডিসিআর'র তথ্য মতে ৮৭ জন) অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৮ জনে।

এ সম্পর্কিত আরও খবর