দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. জাফরুল্লাহ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:00:51

সাবধানে থাকার আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (২৫ মে) রাতে বার্তা২৪.কম-কে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কোনো ধরনের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা করা দরকার। যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক পরীক্ষা করে আক্রান্ত রোগী শনাক্ত করে আইসোলেশনে রাখতে হবে।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘গতকাল (রোববার) আমার জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়েছি। আমার পজিটিভ এসেছে। এতে করে আমার দ্বারা নতুন করে আর কেউ আক্রান্ত হবে না। যদি দু-তিন দিন পরে পরীক্ষা করতাম তাহলে এর মধ্যে অনেকেই আক্রান্ত হয়ে যেত। তাই আমি বলব, যত বেশি সংখ্যক সম্ভব দ্রুত পরীক্ষা করা দরকার।’

আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ‘হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি, সুস্থ আছি। আপাতত বাড়িতেই আইসোলেশনে থাকব। দেশবাসীকে বলব, তারা যেন সাবধানে থাকে।’

রোববার (২৪ মে) বিকেল ৫টায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হন তিনি।

এ সম্পর্কিত আরও খবর