খুলনা: ঈদের আগেই মজুরি ও বোনাস পাওয়ার আশ্বাসে সড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছে পাটকল শ্রমিকরা।
শনিবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা সার্কিট হাউজে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পাটকল শ্রমিকদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শ্রমিকনেতা অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক মো. সোহরাব হোসেন জানান, শ্রমিকদের বকেয়া মজুবি দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বকেয়ার আনুপাতিক হারে চার-পাঁচ ও ছয় সপ্তাহের মজুরি দেবে কর্তৃপক্ষ। ঈদের পূর্বে যদি প্রতিশ্রুত বেতন-বোনাস দেয়া না হয় তাহলে ফের রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট স্ব স্ব মিলে শ্রমিক সভার মাধ্যমে রাজপথ-রেলপথ অবরোধসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করেছিল পাটকল শ্রমিকরা।