আইসিইউর এক রোগীকে খুঁজে পাচ্ছে না ফায়ার সার্ভিস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 05:44:19

রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন করোনা আক্রান্ত রোগী দগ্ধ হয়ে মারা গেছেন।

এই অগ্নিকাণ্ডের সময় ওই হাসপাতালের আইসিইউতে মাহবুব নামে এক রোগী ভর্তি ছিলেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে কাজ চলছে।

বুধবার (২৭ মে) রাত সোয়া ১১টার দিকে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি আরও জানান, হাসপাতালের নিচ তলার এসি বিস্ফোরণে এই আগুন লাগে। ধারণা করা হচ্ছে প্রচণ্ড ধোঁয়ার কারণে ওই পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুন: ইউনাইটেডে আগুনে পুড়ে মারা গেলেন ৫ করোনা রোগী

এ সম্পর্কিত আরও খবর