ইউনাইটেডে আগুনে পুড়ে মারা গেলেন ৫ করোনা রোগী

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইউনাইটেড হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ৫ করোনা রোগী

ইউনাইটেড হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ৫ করোনা রোগী

রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন করোনা আক্রান্ত রোগী দগ্ধ হয়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান বার্তা২৪.কমকে এ খবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনই পুরুষ রোগী। এ অগ্নিকাণ্ডে আরো বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাদের উদ্ধারের কাজ চলছে।

ইউনাইটেড হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ৫ করোনা রোগী

হাসপাতালের জরুরি বিভাগের পাশে করোনা ইউনিটের জন্য কাজ চলা অংশ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাত হোসেন বার্তা২৪.কমকে এসব খবর নিশ্চিত করেন।

আরও পড়ুন:
ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে আগুন
ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে